এসএমএ রোগীদের জন্য শীতের প্রস্তুতি

শীত মানেই উৎসবের ঋতু। শীত এলেই চারপাশে দেখা যায় ছুটির আমেজ। কিন্তু এসএমএ রোগী ও তাদের পরিবারের জন্য শীতকাল হলো আশু ঠান্ডা ও রোগের প্রস্তুতির জন্য গুরুতর সতর্ক বার্তা। শীত মৌসুম শুরুর আগেই প্রস্তুতি নিতে হবে। আর এ প্রস্তুতি অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতেই সম্পন্ন হওয়া উচিত। চিকিৎসকদের সাথে পরামর্শ করে একটি পরিপূর্ণ পরিকল্পনা তৈরি করা প্রয়োজন।

অসুস্থ ব্যক্তিদের এড়িয়ে চলা

এসএমএ রোগীদের জন্য ফ্লু ভাইরাস প্রাণঘাতী হতে পারে। একজন থেকে অন্যজনের মধ্যে ফু ভাইরাস ছড়াতে পারে। প্রায়শই এ ভাইরাসটি নিউমোনিয়ায় পরিণত হয়। ঠান্ডাজনিত রোগে ভুগছে এমন ব্যক্তির কাছ থেকে এসএমএ রোগীকে নিরাপদ দুরত্বে রাখতে হবে।

"কিউর এসএমএ বাংলাদেশ ফাউন্ডেশন দ্বারা প্রস্তুতকৃত। এই নির্দেশিকা অনুসরণ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। "